সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয়ই তুলে নিয়েছে শ্রীলংকা। আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লংকানরা।
রোববার হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে আইরিশদের মুখোমুখি হয় লংকানরা।
নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানে থামে প্রথমে ব্যাট করা আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ফিফটিতে ভর করে ১ উইকেট হারিয়ে ১৩৩ করে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। আর ম্যাচ সেরা হয়েছে ম্যাচ জয়ের নায়ক মেন্ডিস।
এদিকে শ্রীলংকান বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এর আগে প্রথম রাউন্ডে নামিবিয়ার কাছে হারে শ্রীলংকা। এরপর টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার টুয়েলভে জায়গা করে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে দলটি।