প্রচ্ছদ ›› খেলা

আইরিশদের ২৪৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৩ ১৯:৫২:১৭ | আপডেট: ১ year আগে
আইরিশদের ২৪৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। তবে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা ছোট মাঠে খেললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে।

মঙ্গলবার নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে খেলাটি মাঠে গড়ায়। যেখানে টস হেরে ব্যাটিং পায় টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই ওপেনারকে দ্রুতই হারায়। প্রথম ওভারেই হতাশ হয় সফরকারীরা। জশ লিটলের চতুর্থ বলে এলবি হয়ে শূন্য রানে ফেরেন লিটন দাস। এরপর চতুর্থ ওভারে মার্ক অ্যাডায়ারের বলে উইকেটরক্ষক লোরকান টাকারকে ক্যাচ দেন ১৪ রান করা তামিম।

দলীয় ফিফটির পর তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১২তম ওভারে গ্রাহাম হিউমের প্রথম বলে বোল্ড হন সাকিব আল হাসান। ২১ বলে ৪টি চারে ২০ রান করেন সাকিব।

২১তম ওভারে দলীয় শতকের দেখা পায় টাইগাররা। এরপর নামজুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের জুটিতে ফিফটিও আসে। তবে কার্টিস ক্যাম্পারের বলে তুলে মারতে গিয়ে মার্ক অ্যাডায়ারকে ক্যাচ দেন নামজুল হোসেন শান্ত। ৬৬ বলে ৭টি চারে ৪৪ রান করেন তিনি।

বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে অউট হন তাওহীদ হৃদয়। দলীয় ১২২ রানে ব্যক্তি ২৭ রানে ফেরেন তিনি। ৩১ বলে ২টি চারে এই রান করে গ্রাহাম হিউমের শিকার হন। চাপে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৬৬ বলে ৬৫ তুলে চাপ সামাল দেন মুশফিকুর রহিম। মিরাজ অবশেষে ৩৪ বলে ৪টি চারে ২৭ রান করে জর্জ ডকরেলের বলে আউট হন।

দলীয় ৪২তম ওভারে দ্বিশতক আসে বাংলাদেশের। এরপর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৪তম ফিফটি। তবে ৭০ বলে ৬টি চারে ব্যক্তিগত ৬১ রানে মাঠ ছাড়েন তিনি। জশ লিটলের বলে ডোহেনিকে ক্যাচ দেন মুশফিক। পরে তাইজুল ইসলাম ১৪ রানে লিটলের তৃতীয় শিকার হন। শেষ দিকে শরিফুল ইসলাম ১৫ বলে ১৬ করে অ্যাডায়ারের বলে মাঠ ছাড়েন।

আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান জশি লিটল। এছাড়া অ্যাডায়ার ও হিউম ২টি করে উইকেট দখল করেন।