প্রচ্ছদ ›› খেলা

আইসিসির জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের

ক্রীড়া ডেস্ক
০৯ আগস্ট ২০২২ ২১:৫২:০৫ | আপডেট: ২ years আগে
আইসিসির জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের
(ফাইল ছবি)

জিম্বাবুয়ে সফরে গিয়ে একের পর এক ম্যাচে হারছে সফররত বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের পর এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে ওয়ানডে সিরিজও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি থেকে এবার আরও একটি দুঃসংবাদ পেল টাইগারা। এবার জরিমানা গুনতে হচ্ছে তাদের।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করতে পেরেছে বাংলাদেশ। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। তাই দুই ওভারের জন্য ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের শুরুটাই হয় হারের মধ্য দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের কাছে হেরে গেলে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।