প্রচ্ছদ ›› খেলা

আজ জিততেই হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২১ ০৯:৫০:২২ | আপডেট: ৩ years আগে
আজ জিততেই হবে বাংলাদেশকে
সংক্ষিপ্ত ভার্সনে পাপুয়া নিউগিনির বিপক্ষে এই প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে টাইগাররা

আজ প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগাররা মাঠে নামবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। সুপার টুয়েলভে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর সুপার টুয়েলভে খেলার সমীকরণ কঠিন হয়ে যায় বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ।

সংক্ষিপ্ত ভার্সনে পাপুয়া নিউগিনির বিপক্ষে এই প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে টাইগাররা।

তবে বিশ্বকাপে এখনও কোনো জয়ের দেখা পায়নি পাপুয়া নিউগিনি।

দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি: টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সিমন আতাই, নরমান ভানুয়া, কিপলিন দরিগা (উইকেটরক্ষক), চার সপার, নসাইনা পোকানা, কাবুয়া মরেয়া।