প্রচ্ছদ ›› খেলা

আফগানদের বিপক্ষে একটি টেস্ট বাতিল করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৩ ১৬:৪৪:২৬ | আপডেট: ২ years আগে
আফগানদের বিপক্ষে একটি টেস্ট বাতিল করেছে বাংলাদেশ

আগামী জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল সূচিতে দুদলের মধ্যকার ‍দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ছিল। তবে কড়া সূচির কারণে একটি টেস্ট বাতিল করতে হয়েছে। জানিয়েছে ক্রিকবাজ।

এ নিয়ে সংবাদ মাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দলের সূচি অনেক টাইট। আর এ বছরের শেষে ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে সাদা বলের ক্রিকেটে বেশি নজর দিতে চায় দল।

জালাল বলেন, ‘আমরা টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে একটি টেস্ট খেলবো। আমাদের দুটি টেস্ট ছিল, তবে কড়া সূচির কারণে একটি টেস্ট বাতিল করতে হচ্ছে। আমরা ঐ টেস্টটি অন্য কোনো সময়ে খেলে নেব। তবে এখন শুধুমাত্র একটি টেস্টই খেলবো।’