চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আবুধাবি শেষ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ চলাকালীন পাওয়া গেল দুঃসংবাদ। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার আগে নিজ কক্ষ থেকে মোহন সিং নামের ওই পিচ কিউরেটরের মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে মোহন সিংয়ের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মোহন আত্মহত্যা করে থাকতে পারেন।
তার রহস্যনক মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
মোহন সিংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আবুধাবি ক্রিকেটের এক কর্মকর্তা জানান, মোহনের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যেই আবুধাবির উদ্দেশে রওনা দিয়েছেন।
মোহন সিং একজন ভারতীয় নাগরিক। ২০০৪ সালের সেপ্টেম্বরে শেষ জায়েদ স্টেডিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব নেন তিনি। এর আগে ভারতের মোহালিতে পাঞ্জাব ক্রিকেট গ্রাউন্ডে কিউরেটর হিসেবে প্রশিক্ষণ নেন।
জানা গেছে, আবুধাবিতে চলমান আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের পিচ মোহানের হাতেই তৈরি করা হয়েছে। এর আগে ভারত ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের পিচটিও তৈরি করেছিলেন পাঞ্জাবের এই বাসিন্দা।