প্রচ্ছদ ›› খেলা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরেছেন আফিফ-নাঈম

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৩ ১৫:১০:৩৮ | আপডেট: ১০ মাস আগে
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরেছেন আফিফ-নাঈম
আফিফ-নাঈম। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ৫৪৬ রানের দাপুটে জয় পায় টাইগাররা। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এই টেস্টের পর আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ ও আফিফ হোসেন। ইনজুরির কারণে আয়ারল্যান্ড সিরিজে না থাকা তাসকিনও ফিরেছেন। এছাড়া চোটের কারণে টেস্ট না খেলা সাকিব আল হাসানে রাখা হয়েছে দলে।

৩ ক্রিকেটার ফেরায় বাদ পড়েছেন গত আইরিশ সিরিজেই ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

চট্টগ্রামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ।