প্রচ্ছদ ›› খেলা

আবর্জনায় তৈরি বিশেষ জার্সি পড়ে খেলবে কোহলিরা

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩ ১৪:১৯:৪৮ | আপডেট: ২ years আগে
আবর্জনায় তৈরি বিশেষ জার্সি পড়ে খেলবে কোহলিরা
ছবি: সংগৃহীত

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রোববার বিকেল ৪টায় মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে এ ম্যাচে বিশেষ জার্সি পরে খেলতে নামবে তারা, যা আবর্জনা দিয়ে তৈরি।

২০১১ সাল থেকে প্রতি বছর একটি ম্যাচে সবুজ জার্সি পরে খেলেন বিরাট কোহলিরা। দুপুরের খেলায় এই বিশেষ জার্সি পরতে দেখা যায় তাদের।

আরসিবি এই ম্যাচকে নাম দিয়েছে ‘গ্রিন গেম’। মূলত পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। তবে এবার ব্যাঙ্গালুরুর ক্রিকেটারদের জার্সি তৈরি করা হয়েছে স্টেডিয়ামে পড়ে থাকা আবর্জনা দিয়ে! আবর্জনা রিসাইকেল করেই এই জার্সি তৈরি করা হয়।

চলমান আসরে আরসিবির প্রথম হোম ম্যাচে স্টেডিয়াম থেকে ৯০৪৭ কেজি আবর্জনা পাওয়া যায়। এছাড়া ১৯৪৮৮ জলের বোতলও পাওয়া গেছে খেলা শেষে। সেগুলি দিয়েই বিরাটদের এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে।

এ আসরে প্রথম ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছেন কোহলিরা। হেরেছেন ৩টিতে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে রয়েছেন তারা। রোববার রাজস্থানকে হারিয়ে পয়েন্ট তালিকায় ওপরের দিকে ওঠার চেষ্টা করবে দলটি।