সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার রাতে আমিরাতকে ৩২ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
এর আগে প্রথম ম্যাচে সাত রানে জয় পায় টাইগাররা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বিপেক্ষ জয়ের আশা তৈরি করলেও সেই তুলনায় দ্বিতীয় ম্যচে তারা ঘুরে দাঁড়াতে পারেনি।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রেলিয়ায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের অনুশীলনে আরও ভালো সুযোগ দিতে এই সিরিজের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৯ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত পাঁচ উইকেটে ১৩৭ রানে গুটিয়ে যায়। ম্যাচের পাশাপাশি সিরিজও হারে স্বাগতিক দলটি।