প্রচ্ছদ ›› খেলা

আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

ক্রীড়া ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪:৪৯ | আপডেট: ২ years আগে
আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার আসাদ রউফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৬৬ বছর।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আসাদ রউফ মিডল-অর্ডার ব্যাটার হিসেবে ৭১টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ২৮ দশমিক ৭৬ গড়ে ৩ হাজার ৪২৩ রান করেছেন। যার মধ্যে তিনটি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে নাম আসার পর আসাদ রউফের আম্পায়ারিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটে।

এর আগে তিনি ৬৪টি টেস্ট, ১৩৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।