প্রচ্ছদ ›› খেলা

আয়ারল্যান্ডের স্পিন বোলারদের দায়িত্বে সাবেক অজি স্পিনার

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২২ ১৫:২৪:২২ | আপডেট: ৩ years আগে
আয়ারল্যান্ডের স্পিন বোলারদের দায়িত্বে সাবেক অজি স্পিনার

অস্ট্রেলিয়ান সাবেক স্পিনার নাথান হারিজকে স্পিন বোলিং কোচ হিসেবে ঘোষণা করলো আয়ারল্যান্ড। ২০১৬ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে নাম লেখান এই ডানহাতি অফস্পিনার।

এর আগে ৪০ বছর বয়সী হারিজ ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অজিদের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১২৮টি উইকেট নিয়েছিলেন। পরে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট ও নারী দল কুইন্সল্যান্ড ফায়ারের হয়ে কোচিং ভূমিকায় কাজ করেন।

আগামী আগস্টে আইরিশদের দায়িত্ব নেবেন হারিজ। যেখানে তিনি দেশটির পুরুষ ও নারী দুই দলের হয়েই কাজ করবেন।