প্রচ্ছদ ›› খেলা

ইংলিশ লিগের বর্ষসেরা হল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৩ ১৮:০৭:২৬ | আপডেট: ১০ মাস আগে
ইংলিশ লিগের বর্ষসেরা হল্যান্ড
আর্লিং হল্যান্ড | সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটিতে এসে প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আর্লিং হল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নরওয়ের এই ফুটবলার।

শনিবার এই ঘোষণা দেওয়া হয়।

প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৬ গোল করেছেন হল্যান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে হল্যান্ডের চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড ছিল অ্যান্ড কোল ও অ্যালান শিয়েরারের।

১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। আর পরের মৌসুমে ৩৪ গোল করে ব্ল্যাকবার্ন রোভার্সকে শিরোপা এনে দিয়েছিলেন শিয়েরার।

শুধু প্রিমিয়ার লিগই নয়, অন্যান্য প্রতিযোগিতায়ও তেজী ঘোড়ার মতো ছুটছেন হল্যান্ড। চ্যাম্পিয়নস লিগে করেছেন ১২ গোল। সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫১ ম্যাচে ৫২ গোল আছে তার।

হল্যান্ডের এবারের পুরস্কার নিয়ে টানা চার মৌসুম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় ইপিএলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ঘরে তুলল। ২০১৯-২০ এবং ২০২১-২২ মৌসুমে কেভিড ডি ব্রুইনা এবং ২০২০-২১ মৌসুমে রুবেন দিয়াস প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন।

পুরস্কার জিততে হল্যান্ড পেছনে ফেলেছেন সতীর্থ ডি ব্রুইনা, আর্সেনালের বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড, টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন এবং নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার কিয়েরন ট্রিপিয়ারকে।

এর আগে, রেকর্ড ৮২ শতাংশ ভোটে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব অর্জন করেছিলেন হল্যান্ড।