প্রচ্ছদ ›› খেলা

ইংল্যান্ডের টেস্ট দলে নতুন মুখ টাং

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৩ ২১:৫০:৩৮ | আপডেট: ১০ মাস আগে
ইংল্যান্ডের টেস্ট দলে নতুন মুখ টাং

আগামী সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠেয় ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন উরচেস্টারশায়ারের পেসার জশ টাং। দলের দুই পেসার জেমস আন্ডারসন এবং ওলি রবিনসনের ইনজুরি শঙ্কার কারণে তাকে দলে ডাকা হয়েছে। আন্ডারসন এবং রবিনসন দুজনই দলের সঙ্গে আছেন, তবে অ্যাশেজের কথা মাথায় রেখে তাদের খেলানোর ঝুঁকি নিতে চায় না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। আগামী ১ জুন অনুষ্ঠেয় টেস্টে ইংল্যান্ডের বাকি পেসাররা হলেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, ম্যাথিউ পটস এবং মার্ক উড।

ইনজুরির কারণে পুরো মৌসুমেই আর খেলতে পারবেন না জোফরা আর্চার। দলের বাইরে রাখা হয়েছে ওলি স্টোনকে। তার মানে, অ্যাশেজের ভাবনায়ও আছেন জশ টাং। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল লায়ন্সের হয়ে খেলেছেন টাং।

ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই জশকে পর্যবেক্ষণ করে আসছি আমরা এবং সে দলে ডাক পাওয়ার যোগ্য। বেন (স্টোকস) এবং ব্রেন্ডনের (ম্যাককালাম) অধীনে জাতীয় দলের সঙ্গে থাকা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে।’

এখনো পর্যন্ত ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন টাং। ছাব্বিশের মতো গড়ে উইকেট নিয়েছেন ১৬২টি। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে অভিষেক হয় তার। সেই ম্যাচে ৮ উইকেট নিয়ে নজরে আসেন তিনি।