প্রচ্ছদ ›› খেলা

ইতিহাস গড়ার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৩ ১০:৩৯:১২ | আপডেট: ৯ মাস আগে
ইতিহাস গড়ার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারত নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। 

বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার সিরিজ জিতে আরও একটি ইতিহাস গড়ার পালা।

টাইগ্রেস শিবিরে সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশে এক পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে একাদশে থাকলেও অসুস্থতার কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি স্বর্ণা আক্তারের। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার লতা মন্ডল।

এদিকে দুই পরিবর্তন এসেছে ভারতের একাদশেও। বারেদি আনুষা ও পূজা ভাস্রাকারের বদলে একাদশে ঢুকেছেন হারলিন দেওল ও মেঘনা সিং।

ভারত নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, লতা মন্ডল, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।