প্রচ্ছদ ›› খেলা

ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২১ ২০:০৭:৩৫ | আপডেট: ৩ years আগে
ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। বিশ্বকাপের এবারের আসরে ইতিহাস হাতছানি দিচ্ছে সাকিব আল হাসানকে। আর মাত্র ১০ উইকেট পেলেই ইতিহাস সৃষ্টি করবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। গড়বেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন সাকিব। কিন্তু তার উপরে থাকা ছয় ক্রিকেটারের কেউই বিশ্বকাপ খেলছেন না।

তাতে ১০ উইকেট নিয়ে ছয়জনকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থান দখল করার দারুণ সুযোগ রয়েছে সাকিবের সামনে।

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির দখলে। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন আফ্রিদি।

তালিকার সপ্তম অবস্থানে থাকা সাকিব ২৫ ম্যাচ মিলিয়ে নিয়েছেন ৩০ উইকেট। বিশ্বকাপে সাকিবের বোলিং গড় ১৯.৫৩। আর ইকোনমি রেট ৬.৮৪।

এদিকে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে এই লঙ্কান পেসারের নামের পাশে রয়েছে ৩৮ উইকেট। ২৩ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল।

২১ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন আরেক লঙ্কান ক্রিকেটার অজান্থা মেন্ডিস। পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে আছেন যথাক্রমে পাকিস্তানের উমর গুল ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। এদের মধ্যে গুল নিয়েছেন ৩৫ উইকেট এবং স্টেইনের নামের পাশে রয়েছে সাকিবের সমান ৩০ উইকেট। 

আফ্রিদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া কিছুটা কঠিন মনে হলেও বিশ্বকাপে ১০ উইকেট নেয়ার রেকর্ড আছে সাকিবের। ২০১৬ বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছিলো সাকিব। আর ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।