প্রচ্ছদ ›› খেলা

ইনজুরিতে পুরো মৌসুম শেষ নেইমারের

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৩ ১৩:৪০:২৬ | আপডেট: ২ years আগে
ইনজুরিতে পুরো মৌসুম শেষ নেইমারের

আরও একবার চোটে পড়েছেন নেইমার। ফলে আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে পিএসজি তারকা। অ্যাঙ্কেলের সমস্যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই চলতি মৌসুমে তাকে আর মাঠে দেখা যাবে না।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে পিএসজির ৪-৩ ব্যবধানে জয়ের ম্যাচে এই চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে আছেন চলতি লিগে ১৩ গোল ও ১১টি অ্যাসিস্ট করা তারকা।

এ বিষয়ে পিএসজির দেওয়া বিবৃতিতে উল্লেখ করে বলা হয়েছে, পুরোপুরি সারিয়ে তুলতে অস্ত্রোপচারের প্রয়োজন, নয়তো ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে। কাতারের রাজধানী দোহায় নেইমারের অস্ত্রোপচার করানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্রোপচারের পর নেইমারের পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। শেষ পর্যন্ত তাই হলে চলতি মৌসুমে আর খেলার কোনো সুযোগ নেই তার।