প্রচ্ছদ ›› খেলা

উইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের

ক্রীড়া ডেস্ক
২৩ জুন ২০২২ ১৩:৪৬:৩৯ | আপডেট: ৩ years আগে
উইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের
সংগৃহীত

পিঠের পুরোনো চোটে উইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। অনুশীলনে বোলিং করার সময় ব্যথা অনুভব করায় এই অলরাউন্ডারকে ‘আনফিট’ ঘোষণা করে বিসিবির মেডিক্যাল বিভাগ।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাইফউদ্দিন।

পরে ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছিলেন। যেখানে আবাহনীর হয়ে ১৪ ম্যাচ খেলে ২২ উইকেট ও ২৭০ রান করেন।

ক্যারিবীয় সফরে সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটারদের যাওয়ার কথা আগামীকাল সন্ধ্যায়। সেই দলে সাইফউদ্দিন থাকলেও তার আর যাওয়া হচ্ছে না।