প্রচ্ছদ ›› খেলা

উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২২ ১৩:১২:৫৬ | আপডেট: ২ years আগে
উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
সংগৃহীত

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শনিবার মাঠে নামবেন তামিম বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

স্বাগতিক উইন্ডিজ মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে অধরা ওয়ানডে ম্যাচ জিততে। কেননা ৫০ ওভারের ফরম্যাটে টাইগারদের বিপক্ষে টানা ১০ ম্যাচ হেরেছে দলটি।

এ ম্যাচে বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। ফলে একাদশে আসতে পারেন তাসকিন আহমেদ, আনামুল হক ও এবাদত হোসেন।

অন্যদিকে উইন্ডিজ দলে ২৫ বছর বয়সী ব্যাটার কেসি কার্টি সুযোগ পেতে পারেন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য)- কাইল মেয়ার্স, শাই হোপ, শামারহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, কিমো পল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি।