প্রচ্ছদ ›› খেলা

এই জয় ১৮ কোটি মানুষের: সাবিনা

ক্রীড়া প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৬:১০ | আপডেট: ২ years আগে
এই জয় ১৮ কোটি মানুষের: সাবিনা
ট্রফি হাতে সাবিনা খাতুন

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই সাফল্য। এই ট্রফি শুধু আমাদের না, এটা বাংলার ১৮ কোটি মানুষের।’

বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাবিনা খাতুন বলেন, ‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ট্রফি শুধু আমাদের না, এটা বাংলার ১৮ কোটি মানুষের। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। এই ট্রফি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করছি। এখন আমাদের লক্ষ্য থাকবে দেশের হয়ে আরও ট্রফি জয় করে নিয়ে আসা।

এর আগে বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের বহনকারী বিমান অবতরণ করে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও অন্য কর্তারা সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের বরণ করে নেন।

গত সোমবার নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল।