প্রচ্ছদ ›› খেলা

এলিটাকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২১ ২১:১৬:৫৭ | আপডেট: ৩ years আগে
এলিটাকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার সন্ধ্যায় ঘোষিত বাংলাদেশের ২৩ সদস্যের এই দলে জায়গা হয়নি নাইজেরিয়ান বংশোদ্ভূত ফুটবলার এলিটা কিংসলের।

জানা গেছে, মালদ্বীপের মাটিতে অনুষ্টিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) এবং দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কাছ থেকে ছাড়পত্র পাননি এলিটা কিংসলে। এজন্য বাংলাদেশের জার্সিতে খেলা হচ্ছে বসুন্ধরা কিংসের এই স্ট্রাইকারের।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এলিটাকে রেখেই ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাফুফে।

এরপর গত দুইদিন বাংলাদেশ দলের সঙ্গে প্রশিক্ষণেও অংশ নেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই তারকা ফুটবলার। কিন্তু ফিফা এবং সাফের ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত এলিটাকে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াডে রাখা সম্ভব হয়নি।

মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল।

নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে অংশ নেবে লাল-সবুজ জার্সিধারীরা।

২০০৩ সালের পর থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি বাংলাদেশ দল। এমনকি ২০০৫ সালের পর থেকে টুর্নামেন্টের ফাইনালেও যেতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা।

 সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল

গোলরক্ষক: আনিসুর রহমান, শহিদুল আলম ও আশরাফুল ইসলাম রানা

ডিফেন্ডার: রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা ও মো. হৃদয়

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ

ফরোয়ার্ড: বিপ্লব আহমেদ, সুমন রেজা, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া ও জুয়েল রানা