প্রচ্ছদ ›› খেলা

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ডাবল ব্রোঞ্জ

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২১ ১৫:৪৯:৫৮ | আপডেট: ৩ years আগে
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ডাবল ব্রোঞ্জ

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের এবারের আসরে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশআর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় “তীর ২২তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ-২০২১” এর পঞ্চম দিনে এ দুটি পদক পায় বাংলাদেশ।

এদিন রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ব্রোঞ্জ মেডেল ম্যাচে নাসরিন, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী ৫-৩ সেটে ভিয়েতনামকে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেন।

এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহার সমন্বয়ে গঠিত বাংলাদেশ ৬-২ সেটে কাজাখস্তানকে পরাজিত করে।

ডাবল ব্রোঞ্জ জয়ের দিনে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। ভারতের কাছে ২২৩-২৩৫ স্কোরে পরাজিত হয় মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানার বাংলাদেশ।