আসন্ন এশিয়া কাপে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাকিবকে আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেটউইনারের সঙ্গে সাকিব আল হাসান চুক্তি বাতিল না করলে তার জাতীয় দলেই জায়গা হবে না এবং বিসিবির সঙ্গে তার কোনো সম্পর্কও থাকবে না।
সেদিন সন্ধ্যাতেই সাকিব সেই চুক্তি থেকেই সরে আসার সিদ্ধান্তের কথা জানান। পরদিন শুক্রবার দিবাগত রাতে দেশে ফিরেন সাকিব। এরপর শনিবার গুলশানে পাপনের বাসায় তার সঙ্গে বৈঠকে বসেন সাকিব। এসময় বিসিবির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডও ঘোষণা করা হয়।
এশিয়া কাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।