প্রচ্ছদ ›› খেলা

বাংলাদেশ-আফগান সিরিজ

ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৯:৫০ | আপডেট: ৩ years আগে
ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে জায়গা করে নিয়েছেন নতুন মুখ।

দলে ডাক পাওয়া নতুন ক্রিকেটাররা হলেন- ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও এবাদত হোসেন।

টেস্ট ক্রিকেটে এতোদিন নিয়মিত মুখ ছিলেন এবাদত হোসেন। টেস্টের পর এবারে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এই পেইসারের।

পাশাপাশি টেস্ট খেলুড়ে আরেক ক্রিকেটার ইয়াসির আলি রাব্বি ডাক পেয়েছেন এই ওয়ানডে স্কোয়াডে। একই সঙ্গে অভিষেকের অপেক্ষায় রয়েছেন টি-টোয়েন্টির নিয়মিত দুই মুখ নাসুম ও জয়।

২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে ২৫ ও ২৮ তারিখ হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয়।