প্রচ্ছদ ›› খেলা

ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে সাকিব

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৩ ১৯:৫৮:৪০ | আপডেট: ১ year আগে
ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে সাকিব
পুরনো ছবি

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য ও ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকের ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫০ রানে জিতেছে টাইগাররা। এ জয়ে সিরিজে হোয়াইটওয়াশও এড়াল তামিম ইকবালের দল।

এদিন ৪ উইকেট পাওয়া সাকিব প্রথম বাংলাদেশে হিসেবে ওডিআইতে ৩০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন। এছাড়াও বিশ্বের ১৪তম বোলার হিসেবেও ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তিনি। নিাম লেখালেন, মুরলিধরণ- ওয়াসিম আকরামদের পাশে।

২২৭ ওয়ানডের ২১৫ ইনিংসে বল করে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।

এদিকে অলরাউন্ডার হিসেবেও সাকিব নাম লেখালেন ৬ হাজার রান ও ৩০০ উইকেট শিকারি ক্লাবে। পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন টাইগার অলরাউন্ডার।

এরআগে হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের দেয়ার ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু পায় ইংলিশরা। তবে টাইগারদের ঝড়ো বোলিংয়ে ১৯৬ রানেই অলআউট হয় সফরকারীরা।

২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু পায় ইংল্যান্ড। ৯ ওভারে দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট ৫৪ রান তুলে ফেলেন। তবে নবম ওভারের শেষ বলে ফিল সল্টকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হওয়া সল্ট ২৫ বলে ৭টি চারে ৩৫ রান করেন।

পরের ওভারে নতুন ব্যাটার ডেভিড মালানকে শূন্য রানে সেই মাহমুদউল্লাহর ক্যাচ বানান পেসার এবাদত হোসেন। ১১তম ওভারে আরেক ওপেনার জেসন রয়কে ব্যক্তিগত ১৯ রানে সরাসরি বোল্ড করেন সাকিব।

দলীয় শতকের পর চতুর্থ উইকেট হারায় ইংলিশরা। মেহেদী হাসান মিরাজের বলে ব্যক্তিগত ২৩ রানে ফেরেন স্যাম কারান। জেমস ভিন্সের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। এরপরই ভিন্সকে নিজের তৃতীয় শিকার বানান সাকিব এবং মঈন আলীকে ফেরান এবাদত।

দলীয় ১৫৮ রানে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে ব্যক্তিগত ২৬ রানে এলবি করে এবং ৮ রান করা আদিল রশিদকে ফেরান স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাকিব। দুটি করে উইকেট দখল করেন এবাদত ও তাইজুল। একটি করে উইকেট নেন মেহেদি মিরাজ ও মোস্তাফিজ।