প্রচ্ছদ ›› খেলা

ওয়ার্ল্ড রোবোটিক চ্যম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে টিম অ্যাটলাস

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২২ ২০:০২:৫৮ | আপডেট: ২ years আগে
ওয়ার্ল্ড রোবোটিক চ্যম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে টিম অ্যাটলাস

অল ইন্ডিয়া কাউন্সিল ফর রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (AICRA) এবং ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় টেকনোক্সিয়ান ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই বছরের প্রতিযোগিতাটি ভিন্ন ধরনের হবে। এবার টেকনোক্সিয়ান বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য টিম অ্যাটলাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। টিম অ্যাটলাস দুটি ভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করবে। একটি রোবো রেস চ্যালেঞ্জ অন্যটি ফাস্টেস্ট লাইন ফলোয়ার।

এর আগে ২০১৯ সালে ওয়ার্ল্ড রোবোটিক্স চাম্পিয়নশিপে টিম অ্যাটলাস প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক দল হিসেবে অংশগ্রহণ করে। এ টিমের ডিজাইন করা রোবটটি দিয়ে ১৩তম স্থান দখল করেছিল বাংলাদেশ। ওই বছর ২৫০টিরও বেশি দল অংশগ্রহণ করেছিল।

এবারের প্রতিযোগিতায় অ্যাটলাস নতুন বিশ্ব রোবোটিক্স চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দিকে নজর দিচ্ছে। রোবটগুলোর নতুন আপডেট করা বৈশিষ্ট্য দিয়ে এই প্রতিযোগিতায় একটি ভাল অবস্থান পাওয়ার আশা টিম অ্যাটলাসের।

এই দলের সদস্যরা হলেন সানি জুবায়ের, মীর তানজিদ আহমেদ, মীর সাজিদ হাসান, মাহতাব নেওয়াজ, সিফাত তন্ময়, কাজী মোঃ মুহাইমিন-উল-ইসলাম মাহি, এস.এম. তৌফিকুনবি, ওয়ালিউল ইসলাম নোহান, মোঃ ফাহিম শাহরিয়ার, মোঃ তামজিদ মাহমুদ তালিব, রেজা আবদুল্লাহ, মোঃ আধাম ওয়াহিদ, মীর সাদিয়া আফরিন।