প্রচ্ছদ ›› খেলা

করোনা আক্রান্ত অশ্বিন

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২২ ১২:৪১:৩০ | আপডেট: ১ year আগে
করোনা আক্রান্ত অশ্বিন

একটি টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে কয়েকদিন আগে ইংল্যান্ডের বিমানে চড়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ফলে এ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না এই অভিজ্ঞ তারকা। খবর এনডিটিভির।

বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন অশ্বিন এবং সব প্রোটোকল শেষে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বলা হয়েছে, ভারতীয় দল যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা দিলেও অশ্বিন করোনা আক্রান্ত হওয়ায় যেতে পারেননি। তবে আমরা আশাবাদী ১ জুলাই থেকে অনুষ্ঠেয় টেস্টে তিনি খেলতে পারবেন। যদি তিনি লেস্টারশায়ারে অনুশীলন ম্যাচ হয়তো খেলতে পারবেন না।

দলের বাকি সদস্যরা ইতোমধ্যে লেস্টারে বোলিং কোচ পরশ মহামব্রে ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের অধীনে অনুশীলন করছে।

হেড কোচ রাহুল দ্রাবিড়, ঋশভ পন্থ ও শ্রেয়াস আইয়ার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে লন্ডনে পৌঁছেছেন। আর সেখান থেকে মঙ্গলবার লেস্টারে যাবেন।

এদিকে ভিভিএস লক্ষণের অধীনে ভারতীয় আরেকটি দল আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।