এবার মেয়েদের ফুটবল অঙ্গনেও হানা দিয়েছে করোনা। আক্রান্ত পাঁচ ফুটবলারের মধ্যে রয়েছেন বসুন্ধরা কিংসের কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনায় মুগিনি ও নিলুফা ইয়াসমিন নীলা।
লকডাউনের কারণে ক্যাম্পে ফেরার আগেই ফুটবলারদের করোনা টেস্ট করা হলে এই পাঁচ নারী ফুটবলারের করোনা পজিটিভ আসে।
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত পাঁচ ফুটবলার সুস্থ আছেন। তাদের শুরুতে লক্ষণ থাকলেও এখন আর নেই। রোববার দ্বিতীয়বারের মতো নমুনা নেওয়া হয়েছে। আপাতত কোনো সমস্যা নেই।’
১১ এপ্রিল বাফুফের ভবনে নারী ক্যাম্পে যোগ দেন ফুটবলাররা। পরে তাদের দেহে লক্ষণ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। বুধবার রিপোর্টে পাঁচ নারী ফুটবলারের করোনা পজিটিভ আসে। এরপর তাদের তাৎক্ষণিক আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।