প্রচ্ছদ ›› খেলা

কষ্টের জয়ে লিগ শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২২ ১১:৫৪:২৭ | আপডেট: ২ years আগে
কষ্টের জয়ে লিগ শুরু রিয়ালের

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। লম্বা সময় লিড ধরে রাখে আলমেরিয়া। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। সমতা ফেরার পর দলকে জয় এনে দেন ডেভিড আলাবা। ফলে লা লিগার ম্যাচে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয়েই মৌসুম শুরু করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার রাতে আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচে ষষ্ঠ মিনিটে রিয়ালকে স্তব্ধ করে এগিয়ে যায় আলমেরিয়া। রামাজানির ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেয়। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি থিবো কোর্তোয়া।

বিরতির পর ৬১তম মিনিটে লুকাস ভাসকেসের গোলে সমতায় ফেরে রিয়ার। করিম বেনজেমা পাস দেন ভাসকেসকে। ছয় গজ বক্সের মুখে বাঁ পায়ের জোরাল শটে ফাঁকা জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

এরপর রিয়াল ৭৫তম মিনিটে এগিয়ে যায়। আগের মিনিটেই ফেরলঁদ মঁদির বদলি নামা আলাবা প্রথম স্পর্শেই পেয়ে যান গোল। তার চমৎকার ফ্রি-কিক পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।