প্রচ্ছদ ›› খেলা

কাতার বিশ্বকাপ: মেসি নৈপুণ্যে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২ ০৯:৩৭:০০ | আপডেট: ১ year আগে
কাতার বিশ্বকাপ: মেসি নৈপুণ্যে আর্জেন্টিনার জয়
লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি | রয়টার্স ছবি

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি একটি গোল করার পাশাপাশি এনজো ফার্নান্দেসের গোলেও সহায়তা করেন। এ জয়ে বিশ্বকাপে টিকে থাকল আলবিসেলেস্তারা।

শনিবার দিনগত রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের প্রথমার্ধ যাচ্ছে তাই খেলে আর্জেন্টিনা। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেক্সিকোও।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে গোল না পেলেও ৬২ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। ফলে বাঁচা-মরার লড়াইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা।

মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে মেসির শর্ট তার ঝুড়িতে বিশ্বকাপে ৮টি গোল এনে দেয়। এখন পর্যন্ত এই অর্জন রয়েছে আরও দুইজনের। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই মেসিকে যার সঙ্গে তুলনা করা হয়- দিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সৌদি আরবের খেলার পর দলে আনেন পাঁচ পরিবর্তন। উদ্দেশ্য ছিল দলকে আরও শক্তিশালী করার। কিন্তু এই পরিবর্তন শুরুর দিকে সামান্যই পার্থক্য করতে পেরেছে। ম্যাচের ছন্দ সম্পূর্ণ ফিরে আসে মেসির গোলের পর। এবারের বিশ্বকাপে মেসির এটি দ্বিতীয় এবং আন্তর্জাতিক ম্যাচে ৯৩ তম গোল।

বুধবার পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।

এ দিকে, সম্ভবত ৩৫ বছর বয়সী মেসির এটিই শেষ বিশ্বকাপ। অসংখ্য অর্জনের মাঝে শুধু বিশ্বকাপ জয়টিই এখনও ঘরে তুলতে পারেননি তিনি।