বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক কাতারের রাজধানী দোহায় এক ব্যতিক্রমী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত র্যালিটিতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডের জার্সি পড়ে হাজারো অভিবাসী শ্রমিক অংশ নিয়েছেন।
লিওনেল মেসি, নেইমার, হ্যারিকেনদের সমর্থকরা তাদের প্রিয় তারকাদের প্রতি সমর্থন জানিয়ে এই র্যালির আয়োজন করে। নানা ধরনের বাদ্যযন্ত্র, প্রিয় দেশের পতাকা নিয়ে বর্ণিল এই র্যালিটি অনেকেরই দৃষ্টি আকর্ষন করেছে। র্যালিতে অংশ নেয়া বেশিরভাগই ভারতের কেরালার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে র্যালিটির ব্যাপারে প্রচারণা চালানো হয়েছে। আয়োজকদের মধ্যে একজন জানিয়েছেন- এই দিনটির জন্য আগে থেকে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।
কাতারে ভারতীয় অভিবাসীদের একটি বড় অংশ রয়েছে। কাতারে বসবাসরত ২.৮ মিলিয়ন জনগনের মধ্যে সাড়ে সাত লাখ ভারতীয় অভিবাসী রয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, ‘কাতারে কাজ করতে আসা অভিবাসী শ্রমিকরা ফুটবলকে দারুন ভালবাসে। তারা বিভিন্ন ম্যাচের প্রচুর টিকিট ক্রয় করেছে। এই প্রথমবারের মত মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। একইসাথে এটি দক্ষিণ এশিয়ার জন্য প্রথম বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।’
তবে টিকিট ক্রয়ের দিক থেকে কাতারের নাগরিকরাই এগিয়ে রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন মূল্য ১০ ডলারের টিকিটটি অভিবাসী শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভারতীয় বিশ্বকাপের টিকিট ক্রয় করেছে।