টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়ে ইংল্যান্ড ও আফগানিস্তান। যেখানে স্যাম কারানের বিধ্বংসী বোলিংয়ে প্রথমে ব্যাট করা আফগানরা ১৯.৪ ওভারে ১১২ রানে গুটিয়ে গেছে।
শনিবার পার্থে গ্রুপ ওয়ানের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়িয়েছে। যেখানে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ইংলিশ বোলারদের তোপে এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও উসমান গনি ছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। তবে স্যাম কারান তোপে এ দুজনকেও মাঠ ছাড়তে হয়। জাদরান ৩২ বলে সমান ৩২ করে মঈন আলীর কাছে ক্যাচ দেন। আর গনিকে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে ফেরান কারান।
শেষ দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ইনিংস। বেন স্টোকস ও মার্ক উডরাও উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩.৪ ওভারে মাত্র ১০ রানে ৫টি উইকেট নেন বাঁহাতি পেসার কারান। তার আগের সেরা ছিল ২৫ রানে ৩ উইকেট। স্টোকস ও উড দুটি করে উইকেট নেন।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক ও অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।