প্রচ্ছদ ›› খেলা

কোপা ইতালিয়া: ১১ বছর পর শিরোপা ইন্টার মিলানের

ক্রীড়া প্রতিবেদক
১২ মে ২০২২ ১৪:৪৯:১৬ | আপডেট: ৩ years আগে
কোপা ইতালিয়া: ১১ বছর পর শিরোপা ইন্টার মিলানের

রোমাঞ্চকর ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান। এই নিয়ে অষ্টমবারের মতো এই শিরোপা জিতেছে সিমোন ইনজাঘির দল।

বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়েছে সিমোন ইনজাঘির দল।

প্রথমার্ধ্বের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ঘুরে দাঁড়ায় তুরিনের বুড়িরা। দ্বিতীয়ার্ধ্বের মাত্র পাঁচ মিনিটের ভেতরেই গোল শোধ করে আবার লিডও নেয় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৫০ মিনিটে অ্যালেক্স সান্দ্রো এবং তার মিনিট দুয়েক পর জানুয়ারিতে ফিওরেন্টিনা থেকে জুভেন্টাসে আসা ডুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় তুরিনের দলটি। ৮০ মিনিটে বক্সের ভেতর ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ফাউল করেন জুভের লিওনার্দো বনুচ্চি।

সেখান থেকে পাওয়া পেনাল্টিতে বল জালে জড়িয়ে ইন্টারকে ম্যাচে ফিরিয়ে আনেন হাকান কালহানোগলু। এই গোলের পর ম্যাচের নির্ধারিত সময়ে আর কোন দল এগিয়ে যেতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে আবারও পেনাল্টি পেয়ে যায় ইন্টার, এবার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে পাঠান। এর মিনিট তিনেক পর বক্সের বাইরে থেকে পেরিসিচেরই টপ কর্নার ফিনিশে জুভেন্টাসকে ম্যাচ থেকে ছিটকে দেয় মিলানের দলটি।

ম্যাচ শেষে ইতালিয়ান কাপে নিজেদের অষ্টম শিরোপা জয়ের উল্লাসে মাতে ইন্টার মিলান। ইতালিয়ান কাপে ইন্টারের চেয়ে বেশি শিরোপা কেবলমাত্র রোমা (৯) ও জুভেন্টাসের (১৪)।

কোপা ইতালিয়ার শিরোপাটা হাতছাড়া হয়ে শিরোপাবিহীন মৌসুমি কাটাতে হচ্ছে এবার জুভেন্টাসকে। লিগ শিরোপার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে জুভেন্টাস। ২০১০-১১ এর পর এই প্রথম তুরিনের বুড়িদের শিরোপাবিহীন মৌসুম হবে এবার।