কোপা আমেরিকার ২ মাস না পেরোতেই ফের মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি দুই দলের মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচটি। খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ। শেষ পর্যন্ত স্থগিত করা হয় ম্যাচটি।
রোববার বাংলাদেশ বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের সাও পাওলোতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পরই চার আর্জেন্টাইন ফুটবলারের কোয়ারেন্টিন ইস্যু নিয়ে আপত্তি জানায় ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তাদের আপত্তির মুখে বন্ধ হয়ে যায় ম্যাচ। এই অবস্থায় দুই দলের খেলোয়াড়-কর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই আসে ম্যাচ স্থগিতের ঘোষণা।
বিতর্কের সূত্রপাত মূলত এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং জিওভানি লো সেলসোকে নিয়ে।
ব্রাজিলের ন্যাশনাল হেলথ সার্ভিলেন্স এজেন্সির নির্দেশনা অনুযায়ী, ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিলিয়ান ছাড়া অন্য কারো ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ।
ফুটবলারদের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম কিছুটা শিথিলযোগ্য। তবে ব্রাজিলে আসার পর অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু মার্টিনেজ-রোমেরো-বুয়েন্দিয়া-সেলসোদের ক্ষেত্রে এই নিয়ম মানেনি আর্জেন্টিনা।
এমনকি এই চার ফুটবলারকে নিয়েই একাদশ সাজান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এরপরই ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যদের নিয়ে মাঠে হানা দেন।
অনাকাঙ্খিত এসব কাণ্ডে বন্ধ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে কনমেবল।