প্রচ্ছদ ›› খেলা

কোয়ারেন্টিনে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২১ ১৬:৫৪:৪৯ | আপডেট: ৩ years আগে
কোয়ারেন্টিনে টাইগাররা

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে মিরপুরে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।

বৃহস্পতিবার কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিমান বন্দর থেকে সরাসরি হোটেল উঠেছেন সাকিব-মাহমুদউল্লাহরা।

এদিকে বিকেলে একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি হোটেলে কোয়ারেন্টিনে যাবে অজিরা। তারাও তিন দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবেন।

৩ আগস্ট সন্ধ্যা ৬টায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।