প্রচ্ছদ ›› খেলা

ক্রিকেট ছাড়লেন অলক কাপালি

ক্রীড়া প্রতিবেদক
৩০ আগস্ট ২০২২ ১১:২০:১১ | আপডেট: ২ years আগে
ক্রিকেট ছাড়লেন অলক কাপালি

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার অলক কাপালি। তিনি দেশের হয়ে ৬৯টি ওয়ানডে, ১৭টি টেস্ট আর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

সোমবার নিজের ফেসবুকে অবসরের এ ঘোষণা দেন ৩৮ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার। তবে রঙিন পোশাকে ঘরোয়া ক্রিকেটে তিনি খেলে যাবেন বলে জানান।

২০০৩ সালের এই দিনে দেশের প্রথম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ১৯ বছর পর এই দিনেই আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নিলেন কাপালি।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ২২ বছরের পথচলায় ১৭২ ম্যাচ খেলে ৩৩.৮৪ গড়ে ৯ হাজার ১৩৮ রান করেন কাপালি।

প্রথম শ্রেণির ম্যাচে ২০টি সেঞ্চুরি আর ৩৭টি ফিফটি হাঁকান কাপালি। আর লেগ স্পিনে ২১৭ উইকেট শিকার করেন। সেরা বোলিং ৩৩ রানে ৭ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭ বার, ম্যাচে ১০ উইকেট একবার।

অবসরের ঘোষণা দিয়ে কাপালি বলেন, বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় আমি গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত।

তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ২০২২-২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভারস ক্রিকেটে অংশগ্রহণ করবো বলে জনিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নে যে কোনো সহায়তার জন্য সাধ্যমতো চেষ্টা করবো।