যৌন কেলেঙ্কারি বিতর্কে জড়িয়ে সম্প্রতি অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন টিম পেইন। এরপর থেকে শুরু হয় প্রবল সমালোচনা-বিতর্ক। সেসব সমালোচনা ও বির্তকে জড়িয়ে পড়ে পেইনের পরিবারও। এমন পরিস্থিতিতে মানসিক অবসাদ কাটাতে বাধ্য হয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে গেলেন সাবেক এই অজি অধিনায়ক।
শুক্রবার টিম পেইনের ম্যানেজার জেমস হেন্ডারসন টুইটারে এক লিখিত বিবৃতিতে এই কথা নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে- ‘ইনডেফিনিট মেন্টাল হেলথ ব্রেক’ নিচ্ছেন পেইন।
বিবৃতিতে হেন্ডারসন জানিয়েছেন, ‘মানসিক অবসাদের কারণে টিম পাইন অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে যাচ্ছেন। আপাতত আমরা পাইন এবং তার স্ত্রী বনিকে নিয়ে উদ্বিগ্ন। এর বেশি এখনই কিছু বলা সম্ভব নয়।’
এদিকে পেইনের বদলি হিসেবে ফাস্ট বোলার প্যাট কামিন্সের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পেইন জানিয়েছে সে কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে সরে থাকবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলে বলেন, ‘এটা পেইন ও তার পরিবারের জন্য খুবই কঠিন সময়। আমরা তার পাশে আছি। এখন তার পরিবারের পাশে থাকা উচিত। তাদের কথা ভাবা উচিত। এ কারণে তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি।’
২০১৭ সালে এক নারী সহকর্মীকে আপত্তিকর টেক্সট পাঠানোর সাথে জড়িত থাকার কেলেঙ্কারি প্রকাশ পাওয়ার পরই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছিলেন পেইন। এর এক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।