সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী এই তারকা গত বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন।
মরগানের অধীনেই ২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। তার নেতৃত্বেই দলটি টি-টোয়েন্টি শীর্ষ র্যাংকিংয়ে পৌঁছায়।
সোমবার ক্রিকেটকে বিদায় জানানোর বিষয় মরগান বলেন, ‘আমি বিশ্বাস করি ক্রিকেট ছাড়ার এটাই সেরা সময়।’
বাঁহাতি তারকা মরগানের পেশাদার ক্রিকেটে শুরুটা আয়ারল্যান্ডের হয়ে। ২০০৩ সালে হার্টসের বিপক্ষে লিস্ট ‘এ’ ম্যাচে অভিষেক হয়েছিল তার। আয়ারল্যান্ডের জার্সিতেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান তিনি। কিন্তু তিন বছরের মাথায় বদলে ফেলেন জাতীয় দল। আয়ারল্যান্ড ছেড়ে পাড়ি জমান ইংল্যান্ডে। ধীরে ধীরে দলটির অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। ২০১৯ সালে তার নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপের মুকুট পায় বাংলাদেশ। সবশেষ খেলেছেন সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে।
তিন ফরম্যাটে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ২৪ হাজার ৪৭৬ রান করেন মরগান। এর মধ্যে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১০২ টি। লিস্ট ‘এ’ ৩৭৯ ও টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৭৪ ম্যাচ। আজ ইতি টানলেন ২০ বছরের ক্যারিয়ারের।