প্রচ্ছদ ›› খেলা

ক্রিকেটারদের গ্লোবাল সংগঠনের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন লিসা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২২ ১৫:৩৬:২৫ | আপডেট: ১ year আগে
ক্রিকেটারদের গ্লোবাল সংগঠনের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন লিসা

বিশ্বব্যাপী ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রথম নারী প্রেসিডেন্ট হলেন লিসা স্টালেকার। সুইজারল্যান্ডের নিয়নে ফিকার এক্সিকিউটিভ কমিটির এক সভা শেষে অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ককে এই সম্মানী পদ দেয়া হয়।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ব্যারি রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার জিমি অ্যাডামস ও ইংল্যান্ডের সাবেক ব্যাটার বিক্রম সোলাঙ্কির উত্তরসূরি হিসেবে এই দায়িত্ব নিলেন স্টালেকার।

৪২ বছর বয়সী স্টালেকার অজি জাতীয় দলের হয়ে ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অনন্য ভূমিকায় শিরোপা জেতে ক্যাঙ্গারুর দেশ। তিনি ২০০৭ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার সেরা নারী ক্রিকেটারের পুরস্কার বেলিন্ডা ক্লার্ক জেতেন।