প্রচ্ছদ ›› খেলা

ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানে যাচ্ছে নিউজিল্যান্ড, খেলবে ১৫ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২২ ২১:৪০:২৬ | আপডেট: ২ years আগে
ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানে যাচ্ছে নিউজিল্যান্ড, খেলবে ১৫ ম্যাচ

১৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মে মাসের মধ্যে দুই দফায় স্বাগতিকদের সঙ্গে ১৫টি ম্যাচ খেলবে কিউইরা।

পাঁচ মাসের মধ্যে দুই দফায় পাকিস্তান সফরে গিয়ে দুটি টেস্ট, আটটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে কোনো ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড।

আগামী ডিসেম্বরে প্রথম দফা পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট হবে করাচি ও মুলতানে। করাচি টেস্ট শুরু হবে ২৭ ডিসেম্বর। আর মুলতানের ম্যাচটি শুরু হবে ৪ জানুয়ারি। এরপর করাচি ফিরে দুই দল ১১, ১৩ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে। ওয়ানডেগুলো আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে খেলার পর আবার এপ্রিলে দেশটিতে যাবে নিউজিল্যান্ড। সে দফায় হবে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজটি অবশ্য সুপার লিগের অংশ নয়। মূলত গত বছরের পাকিস্তান সফর বাতিল করার ক্ষতিপূরণ হিসেবেই সিরিজ দুটি খেলবে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দফায় করাচিতে ১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল প্রথম চারটি টি-টোয়েন্টি হবে। আর ২৩ এপ্রিল পঞ্চম টি-টোয়েন্টি হবে লাহোরে। এখানে ২৬ ও ২৮ এপ্রিল প্রথম দুটি ওয়ানডে হবে। এরপর ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে হবে ১, ৪ ও ৭ মে।