ব্যাট হাতে ঝড় তুলে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। ৫৮ বল খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি ওপেনার শতকের ঘরে পৌঁছান। বিপিএলের সব আসর মিলিয়ে এটি ৩২তম সেঞ্চুরি, বাংলাদেশিদের মধ্যে সপ্তম ব্যাটার হিসেবে ম্যাজিক ফিগারের দেখা পেলেন তানজিদ, চলতি আসরের তৃতীয় শতক যেটি।
টসে জিতে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৪ উইকেটে ১৯২ রান। তানজিদ তামিম ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১১৬ রানের ইনিংস খেলেন। ২৩ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন টম ব্রুস।
মঙ্গলবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়ানো ম্যাচে মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় সাগরপাড়ের দলটি। নাসুম আহমেদের বলে এক রানে ওয়েন পার্নেলের হাতে ধরা পড়েন মুহাম্মদ ওয়াসিম।
সৈকত আলীর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন তানজিদ। পরে জেসন হোল্ডারের বলে ১৭ রান করা সৈকত সাজঘরে ফেরেন। বল তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়।
বাইশ গজে পরে চলতে থাকে তানজিদ ঝড়। তাকে সঙ্গ দিতে থাকেন টম ব্রুস। তৃতীয় উইকেটে দুজনে ১১০ রানের জুটি গড়েন। সেঞ্চুরি হাঁকানো তানজিদকে ১৯তম ওভারের প্রথম বলে বোল্ড করেন পার্নেল।
রোমারিও শেফার্ডকে নিয়ে শেষদিকে রানের গতি বাড়াতে থাকেন ব্রুস। শেষ ওভারে ৫ বলে ১০ রানে ফেরেন শেফার্ড। শুভাগত হোম ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
খুলনার পক্ষে নাসুম, পার্নেল, মুকিদুল ইসলাম ও জেসন হোল্ডার একটি করে উইকেট নেন।