বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার ও প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার সামিউর রহমান সামি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
মঙ্গলবার সকালে মৃত্যুর খবর নিশ্চিত করেন সামিরের ছেলে রোহান বলেন, প্রায় দেড় বছর ধরে ব্রেন টিউমারে এবং ডিমেনশিয়ায়ও (স্মৃতিভ্রষ্টতা) আক্রান্ত ছিলেন বাবা।
রোহান বলেন, সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরবর্তীতে কিছুটা উন্নতি হলে বাসায় নেয়া হয়। এর কিছু দিনের মাথায় আবার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
এদিকে, সামিউর রহমান বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলেছিলেন। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে ২ ম্যাচে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে করেছেন ৪ রান।
ক্রিকেটার পরিচয় ছাড়াও সামিউর রহমান বাংলাদেশের ক্রিকেটে বিসিবির ম্যাচ রেফারি পরিচয়েও জনপ্রিয়। তিনি ক্রিকেট ছাড়ার পর বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করে ম্যাচ রেফারি হিসেবে। ফার্স্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সামি। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।
১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু, সেটিতে বাংলাদেশ দলের পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।