চলতি মৌসুমে (২০২১-২০২২) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমার। সর্বোচ্চ ১৫ গোল করে এই পুরস্কার জয় করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার।
ফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করতে না পারলেও ইউরোপীয়ান সর্বোচ্চ গোলের তালিকায় বেনজেমা এখন রবার্ট লিওয়ানদোস্কির সাথে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
রিয়ালকে ফাইনালের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য বেনজেমার অবদান ছিল সর্বাগ্রে। ১৫টি গোলের মধ্যে ১০টি গোলই এসেছে নক আউট পর্ব থেকে।
শেষ ১৬’তে পিএসজির বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে শুরু হয়েছিল। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আসে দ্বিতীয় হ্যাটট্রিক। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অতিরিক্ত সময়ে বেনজেমার দেয়া গোলেই রিয়ালের জয় নিশ্চিত হয়েছিল।
একইসাথে গ্যালাকটিকোদের রেকর্ড ১৪তম ইউরোপীয়ান শিরোপা জয়েও বেনজেমাই মূল অবদান রেখেছেন।
২০০৯ সালে লিঁও থেকে রিয়ালে যোগ দেবার পর এটাই ছিল বেনজেমার পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।