প্রচ্ছদ ›› খেলা

ছাদখোলা বাসে যে রুট দিয়ে যাবে বাঘিনীরা

ক্রীড়া ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৮:১৫ | আপডেট: ২ years আগে
ছাদখোলা বাসে যে রুট দিয়ে যাবে বাঘিনীরা

সাফ জয়ী নারী দলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করেই নেয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে।

কখন, কোন পথে বিজয়ী দলকে বাফুফে ভবনে নেয়া হবে, সবকিছুই চূড়ান্ত করা হয়েছে যুব ও ক্রীড়া আয়োজিত সভায়।

প্রথম বারের মতো নারী সাফ জয়ী বাংলাদেশের নারী দল নেপাল থেকে বিজয়ীর বেশে দেশের মাটিতে পা ফেলবে বেলা ১টা ৫০ মিনিটে। বিমানবন্দরে বাংলাদেশ নারী দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ঢাকা বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হবে যেখানে ফুটবল খেলোয়াড়রা পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা জানাবেন।

আরও পড়ুন-  সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা দেবে বিসিবি

সংবাদ সম্মেলনের পর নারী ফুটবল দলকে একটি ছাদখোলা বাসে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফুল দিয়ে বিজয়ী বাঘিনীদের বরণ করবেন এবং একটি ফটোসেশন হবে। বাফুফে সদর দপ্তরেও একটি সংবাদ সম্মেলন হতে পারে।

বিজয়ীদের জন্য ছাদখোলা বাসটিতে রঙ করা হয়েছে এবং এতে সাউন্ড সিস্টেম যুক্ত করা হয়েছে। ঢাকা বিমানবন্দর থেকে বাসে উঠবেন নারী ফুটবল দলের সদস্যরা।

ঢাকা বিমানবন্দর থেকে শুরু হবে প্রায় ২৫ কিলোমিটারের বিজয় যাত্রা। বিজয় সরণিতে যাওয়ার আগে বাসটি বনানীর কাকলিতে যাবে।

বিজয়যাত্রা তেজগাঁও, মৌচাক, মগবাজার, কাকরাইল, আরামবাগ, মতিঝিল হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে থামবে।