জিম্বাবুয়ে সফরে টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন,‘সাকিব আমাদের জানিয়েছেন তিনি জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না। তবে অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা জিম্বাবুয়ে যাবেন।’
সম্প্রতি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে টাইগারদের নেতৃত্ব দেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।