প্রচ্ছদ ›› খেলা

জিম্বাবুয়ে শিবিরে নাসুমের পর মেহেদীর জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২২ ১৭:৩৫:৪৫ | আপডেট: ২ years আগে
জিম্বাবুয়ে শিবিরে নাসুমের পর মেহেদীর জোড়া আঘাত
(ফাইল ছবি)

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে শিবিরে নাসুম আহমেদের পর মেহেদী হাসান এক ওভারে জোড়া আঘাত করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে নিজেদের ইনিংসে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায়। নাসুম আহমেদের বলে ওপেনার রেগিস চাকাভা (১৭) শর্টে থাকা আফিফ হোসের কাছে ক্যাচ তুলে দেন। এরপর স্পিনার মেহেদী হাসান নিজের দ্বিতীয় ওভারে এসে জোড়া আঘাত করেন। ওয়েসলি মাধেভেরেকে বোল্ড করার পর ফর্মে থাকা সিকান্দার রাজাকে শূন্য রানে ফেরান।

এর আগে প্রথমবার অধিনায়ক হয়ে টস হারলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।

এ ম্যাচে অভিষেক হচ্ছে বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমনের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্যাপ পাওয়া ৭৬তম ক্রিকেটার হচ্ছেন তিনি।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হয়েছে। ওপেনার মুনিম শাহরিয়ারের পরিবর্তে একাদশে ইমন এসেছেন। এছাড়া মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদ খেলবেন নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলামের পরিবর্তে।

সিরিজের ১-১ ব্যবধানে সমতা রয়েছে।

হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (উইকেটরক্ষক), আনামুল হক, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:

রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ব্র্যাড ইভান্স, মিল্টন শাম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ভিক্টর নিয়াউচি, জন মাসারা।