আসন্ন জিম্বাবুয়ে সফরে টাইগারদের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে এই সিরিজে দলে রাখা হয়নি। তাদেরকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়ার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড।