প্রচ্ছদ ›› খেলা

জিম্বাবুয়েকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২২ ১৭:৫৯:৪১ | আপডেট: ২ years আগে
জিম্বাবুয়েকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল উইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সুপার টুয়েলভে ওঠার আশা বাঁচিয়ে রাখল দলটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পুঁচকে নামিবিয়ার কাছে হেরেছি ক্যারিবিয়ানরা।

বুধবার হোবার্টে প্রথমে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে ১২২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আলজারি জোসেফ ও জেসন হোল্ডারদের তোপে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন লুক জঙ্গো। এছাড়া ২৭ রান করেন ওয়েসলি মাধভেরে। তবে আর কেউই বলার মতোর স্কোর করতে পারেনি।

জোসেফ ৪ ওভারে মাত্র ১৬ রানে ৪টি উইকেট নেন। এই পেসার ম্যাচ সেরাও নির্বাচিত হন। হোল্ডার ৩.২ ওভারে ১২ রানে ৩টি উইকেট পান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লসের ৩৬ বলে ৪৫ এবং রোভম্যান পাওয়েলের ২৮ ও আকিল হোসেনের ২৩ রানে ভর করে ১৫৩ রান করে ক্যারিবিয়ানরা।

জিম্বাবুয়ে বোলার সিকান্দার রাজা ৩টি উইকেট নেন।