প্রচ্ছদ ›› খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২২ ১৭:১৫:০২ | আপডেট: ২ years আগে
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে ফিল্ডিং পেয়েছে টাইগাররা।

শনিবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে।

জিম্বাবুয়ে নিজেদের শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সবকটিতেই জিতেছে। তবে বাংলাদেশ মাত্র একটি জিতেছে। হেরেছে তিনটিতে। এক ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা, তানাকা চিভাঙ্গা।