বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬০ রান করেছে।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম , মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনের পরিবর্তে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা। দল নেই শন উইলিয়ামসও।
চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজে ৯টি ম্যাচ খেলেছে। তাতে ৭টিতে জয় ২টিতে হার। সিরিজ জিতেছে সবকটিতেই। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া বাংলাদেশ।
এর আগে জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচ হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাড়ায় তারুণ্যনির্ভর বাংলাদেশ টি-টোয়েন্টি স্কয়াড। শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের।