প্রচ্ছদ ›› খেলা

জয় পেতে মরিয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২১ ১০:৩০:৪৭ | আপডেট: ৩ years আগে
জয় পেতে মরিয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

শুক্রবার বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। আজকের ম্যাচে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে চলেছে টাইগাররা। আজকের ম্যাচে হারলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের।

একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে ক্যারিবিয়রা। তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই।